Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের বাগেরহাট জেলার মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের রেজিস্ট্রেশন শেষে বাছাইকৃত দের তালিকা!!!
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের ডাক ও টেলিযোগাযেগ মন্ত্রনালয়ের অধিনস্ত লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে বাগেরহাট জেলায় ফ্রিল্যান্সিং প্লেস লিমিটেড প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয় ।কার্যক্রমের নীতিমালা অনুসারে ১১ই ফেব্রুয়ারী ২০১৫ বাগেরহাট জেলার মোংলা উপজেলার সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় দুটি ইউনিয়নের চেয়ারম্যানের উস্থিতিতে একটা আলোচনা সভার মাধ্যমে প্রাথমিকভাবে উক্ত উপজেলার দুটো উইনিয়ন(চাঁদপাই ও বুড়িরডাঙা) নির্বাচন করা হয়।নির্বাচিত উইনিয়নের মধ্যে চাঁদপাই ইউনিয়নে ১২ ই ফেব্রুয়ারী হইতে ১৩ ই ফেব্রুয়ারী দুইদিন অনলাইনের মাধ্যমে এবং উক্ত ইউনিয়ন পরিষদ অফিসে রেজিস্ট্রেশন কার্যক্রম চলে এবং উক্ত উইনিয়নে ৪৫ জন নারী রেজিস্ট্রেশন করে এবং তাদের মধ্যে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০জনকে বাছাই করা হয়।

নির্বাচিত ২০ জনের তালিকা:

  1. নুরুন্নাহার টিনা
  2. সুচিত্রা বিশ্বাস
  3. ইভা মজুমদার
  4. মরিয়ম আক্তার
  5. লিজা  মোল্লা
  6. সোনিয়া আকিয়ার
  7. শাফিয়া খাতুন
  8. লিমা আক্তার
  9. রহিমা আক্তার মালা
  10. হেমা হালদার
  11. নুরুন্নাহার আক্তার
  12. মনিরা আক্তার
  13. পারহানা জাহান
  14. ফারজানা জাহান
  15. শাহানুর খাতুন
  16. শ্রাবণী ঘোষাল
  17. নিশীতা হালদার
  18. সুমাইয়া সুইটি
  19. হাসিরানী বিশ্বাস
  20. লাবনি ঘোষাল

নির্বাচিত নারীদের আগামী ১৫ই ফেব্রুয়ারী সকাল ৯ টায় চাঁদপাই ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে উপস্থিত হতে অনুরোধ করা গেল।

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/02/2015