বিভিন্ন স্থান হতে ইউনিয়নে আসার যাতায়াত ব্যবস্থা:
ক) উপজেলা পরিষদ হতে ইউনিয়নে পায়ে হেঁটে অথবা রিক্সা ও সাইকেল যোগে উক্ত ইউনিয়নে আসা যায়।
খ) খুলনা-বাগেরহাট মহাসড়ক থেকে ইজিবাইক, রিক্সায় চড়ে হলদিবুনিয়া অথবা কাইনমারী ব্রীজ এর কাছে নেমে সেখান থেকে পায়ে হেঁটে উক্ত চাঁদপাই ইউনিয়নে আসা যায়।
চাঁদপাই ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য:
১.পরিষদ ভবনের সামনে থেকে উত্তর চাঁদপাই, দক্ষিন চাঁদপাই, মাকড়ঢোন,উত্তর মালগাজী, মালগাজী, উত্তর কাইনমারী, কানইনগর, কালিকাবাড়ী, দক্ষিন কাইনমারী গ্রাম গুলোতে যাওয়ার জন্য রিক্সা/ইজি-বাইক/মটরসইকেল/ভ্যান/টমটম ও সাইকেল যাওয়া যায়।( ভাড়া বিভিন্ন রকম)।
২.ইউপি অফিস থেকে দক্ষিণ দিকে মেইন রাস্তা দিয়ে কইনমারী গ্রামে যাতাযাত করা যায়।ইউপি অফিস থেকে উত্তর দিকে মালগাজী গ্রামেও সাইকেল ও রিক্সা যোগে যাতায়াত করা যায়। ভাড়া বিভিন্ন রকম। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে, উত্তর কাইনমারী গ্রামটিতে অত্র চাঁদপাই ইউনিয়ন পরিষদটি অবস্থিত। সুতরাং এ গ্রামে যেতে কোন প্রকার টাকা-পয়সা খরচ হয়না বললেই চলে।
জেলা ও উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থা: সড়ক পথ।
রাস্তা/ সড়কের পরিমান ও বিদ্যমান ভৌত সম্পদের বিবরন:
পাকা রাস্তা: ১৩ কিলোমিটার।
সোলিংরাস্তা: ৪৫ কিলোমিটার।
কাঁচা রাস্তা: ১৬ কিলোমিটার।
ব্রীজ পাকা: ১৬ টি।
কালভার্ট: ১৩টি।
ইউড্রেন: ........টি।
কাঠের ব্রীজ: ৭ টি।
বাস স্ট্যান্ড: ১টি।
ইউনিয়নের জনসাধারনের উপজেলা সদরের সাঙ্গে যোগাযোগের যানবাহন ভ্যান, রিক্সা, নসিমন,করিমন, মটর সাইকেল, ইজি বাইক, ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS